Friday, October 28 | | By: চটি বাহিনী

কাকার জয়

এক বছরেরও বেশি সময় পর ব্রাজিল দলে ফিরলেন রিয়াল মাদ্রিদের 'প্লেমেকার' কাকা। আগামী মাসে গ্যাবন ও মিশরের সঙ্গে প্রীতি খেলায় মুখোমুখি হবে ব্রাজিল।

২৯ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে নেয়া হয়নি ২০১০ সালের ২ জুলাইয়ের পর থেকে। সেদিন নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রিয়াল মাদ্রিদে এতদিন নিজের ছায়া হয়ে ছিলেন কাকা। কিছুতেই ফিরে পাচ্ছিলেন না নিজেকে। ঠিক সেই সময় সহায়তার হাত বাড়িয়ে দেন দলের কোচ হোসে মরিনহো। ছন্দে ফিরিয়ে আনেন তাকে। এ মৌসুমে তা তিনি ফুটিয়েও তুলতে থাকেন মাঠে। এরই পুরস্কার দিলেন তাকে মানো মেনেজেস। প্রথমবারের মতো দলে নিলেন কাকাকে।

ব্রাজিল গ্যাবনের সঙ্গে খেলবে ১০ নভেম্বর লিব্রেভিলে। চারদিন পর দোহায় মুখোমুখি হবে মিশরের।

দল: নেতো, দিয়েগো আলভেস, দানিয়েল আলভেস, ফ্যাবিও সিলভা, আলেক্স সান্দ্র, মার্সেলো, থিয়াগো সিলভিয়া, ডেভিড লুইজ, লুইসাও, আদ্রিয়ানো, লুকাস লেইভা, এলিয়াস, স্যান্দ্র, লুইস গুস্তাভো, হারন্যান্স, ব্র"নো সিজার, ফার্নান্দিনহো, কাকা, ডুডু, উইলিয়াম, ক্লেবার, জোনাস ও হাল্ক।

0 comments:

Post a Comment

Please do post topic based and also quaries . Don't be abusive . Thank You