Monday, October 24 | | By: চটি বাহিনী

বৃষ্টি বাঁচিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ কে

সাগরিকায় টেস্ট এর দ্বিতীয় এবং তৃতীয় দিন ভেসে যাওয়ার পর আজ চতুর্থ দিনের ও খেলা শুরু হয় বেলা ১০টায় । মুশফিক আগের রানের সাথে নতুন রান যোগ না করেই ফিরে যান প্যাভিলিয়নে। এরপর নাইম , নাফিস এবং নাসির দলকে ৩৫০ তে নিয়ে যাওয়ার পর লাঞ্চের একটু পরেই ইনিংস ঘোষণা করেন টাইগার দলপতি ।

বোলিং এ সূচনা সমাপ্তি দুটি ই এই বিশ্বাস জাগায় যে বৃষ্টি বাঁচিয়ে দিচ্ছে ইন্ডিজ দের। অভিষিক্ত ইলিয়াস সানীর অসাধারণ নৈপূণ্য এবং বাকিদের রান আটকানো বোলিং এ ভালই চাপে পড়েন ইন্ডিজ ব্যাটসম্যানেরা । এর মাঝেই একটি নিশ্চিত আউট থেকে আম্পায়ারের ভুলে বেঁচে যান চন্দরপল । পরে তিনি ৪৯ রানে আউট হন ।

টেস্ট টি অলৌকিক কিছু না হলে ড্র এর দিকেই যাবে কিন্তু আশা করছি আমরা পুরো জাতি যে স্পিনার রা কিছু দেখাবেন । তারা জ্বলে উঠলে এ টেস্ট জেতা অসম্ভব নয় । তবে একটি কথা বলে দেয়া যায় তা হল এ টেস্ট এ আর যাই হোক , বাংলাদেশ হারবে না ।

স্কোর ঃ বাংলাদেশ ৩৫০/৯ ডিক্লেয়ার , মুশফিক ৬৮ , ওয়েস্ট ইন্ডিজ ১৩৭/৫ , ইলিয়াস সানি ৫৬/৪ ,১৬ ওভার বল করে

0 comments:

Post a Comment

Please do post topic based and also quaries . Don't be abusive . Thank You