Thursday, October 27 | | By: চটি বাহিনী

বাংলাদেশ , ইন্ডিজদের কঠোর অনুশীলন

সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে সাফল্য পেতে এখন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। শনিবার থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। এদিন দলের সঙ্গে যোগ দেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ডেঙ্গু জ্বরের কারণে চলতি সিরিজে এ পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি তিনি।

নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন শেষে ফিল্ডিংয়ের ওপর জোর দেয়া হয়। বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল ও ফিল্ডিং কোচ জেসন সুইফট ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস ও রকিবুল হাসানকে নিয়ে আলাদা অনুশীলন করেন।

ওয়েস্ট ইন্ডিজ অনুশীলন করে জাতীয় ক্রিকেট একাডেমী মাঠে। এ সময় সফরকারীদের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার জানান, চোটের কারণে ও খেলোয়াড়রা প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় বৃহস্পতিবার কেউ সংবাদ সম্মেলনে আসতে পারছেন না।

তিনি বলেন, "লেন্ডল সিমন্স ও শিবনারায়ন চন্দরপলের স্ক্যান করাতে হবে। এছাড়া আরো তিনজন খেলোয়াড়ের চোট রয়েছে।"

তবে কারো চোটই তেমন মারাত্মক নয় বলে জানান স্পুনার।

বিডিনিউজ সূত্রে

0 comments:

Post a Comment

Please do post topic based and also quaries . Don't be abusive . Thank You