Wednesday, October 26 | | By: চটি বাহিনী

সন্তুষ্ট মুশফিক , ধারাবাহিকতায়

ঢাকায় এর থেকে বেশি খারাপ খেলার সুযোগ নেই আমাদের ।

বলেছেন মুশফিক । তিনি আরো বলেন , "ঢাকা টেস্ট ওয়েস্ট ইন্ডিজের জন্য বাঁচা-মরার ম্যাচ। আশা করি ঢাকাতেও আমাদের দলের ব্যাটসম্যানরা ভালো খেলবেন।"

ড্র হলেও এই ম্যাচ থেকে ইতিবাচক ব্যাপারগুলো সবটুকুই বাংলাদেশের মন্তব্য করে তিনি বলেন , "টেস্টের প্রথম দিনে আমরা খুব ভালো ব্যাট করেছি। প্রথম ইনিংসে প্রায় সব ব্যাটসম্যান রান পেয়েছেন।মঙ্গলবার সকালে আমরা আক্রমণাত্মক বোলিং করেছি। কিন্তু বৃষ্টির কারণে দুদিন খেলা নষ্ট হওয়ায় আমরা হতাশ।"

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে মুশফিক পরপর দুই ইনিংসে ডিক্লেয়ার করেন প্রথমবার। এ কৃতিত্ত তার আগে বাংলাদেশের আর কারো ছিল না ।


টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে ৩৭ ওভারে ২২৬ রান তেমন কঠিন লক্ষ্য হওয়ার কথা নয়। তবে এই পিচে এই রানকেই যথেষ্ট বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, "এই উইকেটে স্পিন খেলা খুব কঠিন। আর আমাদের দলে বিশ্বমানের স্পিনারও আছেন।"

বাংলাদেশের প্রশংসা করলেও ঢাকায় ভিন্ন কিছু হবে বলেই মনে করেন স্যামি।

0 comments:

Post a Comment

Please do post topic based and also quaries . Don't be abusive . Thank You