Tuesday, October 25 | | By: চটি বাহিনী

রাজ্জাকের খুলনা জয় , জবাব



টেস্ট দল থেকে বাদ পড়া আব্দুর রাজ্জাকের দারুণ নৈপুণ্যে ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেয়ার সুবাদে ম্যাচে রাজ্জাকের মোট শিকার সংখ্যা ১৫। ৬৯ রানের দারুণ এক ইনিংসও এসেছে তার ব্যাট থেকে।

খুলনার মতো তিন দিনেই জয় পেয়েছে রাজশাহীও। নবাগত রংপুরকে ৫৮ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

খুলনা-বরিশাল

সিলেট স্টেডিয়ামে রাজ্জাকের বাঁহাতি স্পিনে বিভ্রান্ত বরিশালের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৯৪ রানে। ৭ উইকেটের পেছনে রাজ্জাকের খরচ ৭০ রান।

বরিশালের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে সালমান হোসেনের ব্যাট থেকে। এছাড়া সজীব ২৩ ও নাসিরুদ্দিন ফারুক ২১ রান করেন।

প্রথম ইনিংসে ৩০ রানে এগিয়ে থাকায় খুলনার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬৫। অধিনায়ক তুষার ইমরান ও অমিত মজুমদারের অপরাজিত অর্ধশতকের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। অমিত ১২৩ বলে ৬টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৫৬ রান করেন।

তুষারের ৮৯ বলে খেলা ৬৯ রানের ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা।

বরিশালের পক্ষে সোহাগ গাজী ২ উইকেট নেন ৫১ রানে।

রাজশাহী-রংপুর

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৫ উইকেটে ১৪৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। ফরহাদ হোসেনের ৮৪ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে তারা করে ২১০ রান।

এছাড়া জহুরুল ইসলাম অমি ৩৯ ও জুবায়ের আহমেদ ১৭ রান করেন।

প্রথম ইনিংসে ২৪ রানের লিড পাওয়ায় জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ১৮৭ রান। কিন্তু সাকলায়েন সজীব ও ফরহাদের দুর্দান্ত বোলিংয়ে ১২৮ রানেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস।

সর্বোচ্চ ২৮ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। এছাড়া লিটন কুমার ২৫ ও ধীমান ঘোষ ২৩ রান করেন।

ফরহাদ ও সাকলায়েন নেন চারটি করে উইকেট। এজন্য ফরহাদ দেন ১৫ রান। সজীব ৪৯।


সিলেট-চট্টগ্রাম

বিকেএসপিতে নাফিস ইকবালের শতকের সুবাদে বিশাল সংগ্রহ গড়েছে চট্টগ্রাম। ৯ উইকেটে ৪২৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করা চট্টগ্রামের লিড ১৫৫ রানের।

নাফিস ৩২৪ বল খেলে ১১টি চারের সাহায্যে করেন ১০৪ রান। ১০ নম্বরে ব্যাট করতে নামা ইয়াসিন আরাফাত ৭৩ বলে ৭টি চার ও দুটি ছক্কায় করেন ৫৫ রান।

এছাড়া নূর হোসেন ৪৫ ও আফতাব আহমেদ ৪২ রান করেন। সাদিত হাসান অপরাজিত থাকেন ৪১ রানে।

সিলেটের পক্ষে অলক কাপালী ৩ উইকেট নেন ৯৬ রানে।

দিন শেষে সিলেটের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ বিনা উইকেটে ৫১ রান। ইমতিয়াজ হোসেন ২৩ ও সায়েম আলম ২২ রান নিয়ে ব্যাট করছেন।

0 comments:

Post a Comment

Please do post topic based and also quaries . Don't be abusive . Thank You